Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শোলাকিয়ায় ইদ জামাতে হামলার ৬ বছর, শহিদদের প্রতি শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২২ ১৭:৪১

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে ইদ জামাতে জঙ্গি হামলার ছয় বছর আজ। ২০১৬ সালের এই দিনটি ছিল ইদুল ফিতরের দিন। ১০টায় ইদ জামাত সামনে রেখে শোলাকিয়া ময়দানের দিকে যখন জনস্রোত, এমন সময় পৌনে ৯টার দিকে চেকপোস্টে বাধা পেয়ে পুলিশের টহল চৌকিতে বোমা হামলায় চালায় জঙ্গিরা।

আচমকা সেই হামলায় হতচকিত হয়ে পড়ে পুলিশ। আত্মরক্ষার্থে পিছু হটে। কিছুক্ষণ পরই পাল্ট গুলি করতে শুরু করে পুলিশ। জঙ্গিরাও পাল্টা গুলি করতে থাকে। ইদগাহমুখী মুসল্লিরা তখন আত্মরক্ষার্থে দিগ্বিদিক ছুটতে থাকেন।

বিজ্ঞাপন

ওই দিন হামলাকারীরা নির্মমভাবে চাপাতি ও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে পুলিশের দুই কনস্টেবলকে। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়, পুলিশের গুলিতে হামলাকারীদের এক জনের মৃত্যু হয়। দুই পক্ষের মধ্যে গোলাগুলির সময় নিজ বাসায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন এক জন গৃহবধূ।

গুলশানের হলি আর্টিজান হামলা দেশের ইতিহাসের ভয়াবহতম জঙ্গি হামলা। এর মাত্র ছয় দিন পরই শোলাকিয়ায় এই হামলা চালানো হয়েছিল। বৃহস্পতিবার (৭ জুলাই) সেই হামলার ছয় বছর পূরণের দিন শহিদ ‍দুই পুলিশ সদস্য জহিরুল ইসলাম ও আনছারুল হকসহ স্থানীয় গৃহবধূ ঝর্ণা রাণী ভৌমিকের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২টায় জঙ্গি হামলার জায়গায় নির্মিত অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ। এসময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক এম এ আফজল, মেয়র মো. পারভেজ মিয়া উপস্থিত ছিলেন।

ওই হামলার ঘটনায় দায়ের করা মামলায় মোট ২৪ জনকে আসামি করা হয়েছিল। এর মধ্যে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন ১৯ জন। বাকি পাঁচ জনের বিচারকাজ চলছে। তারা সর্বোচ্চ শাস্তিতে দণ্ডিত হবেন বলে আশাবাদ জানিয়েছেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

জঙ্গি হামলা শোলাকিয়া হামলার ৬ বছর শোলাকিয়ায় হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর