Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড: সেই পুলিশ কর্মকর্তার আরও ২০ বছর জেল

আন্তর্জাতিক ডেস্ক
৮ জুলাই ২০২২ ১৩:১৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে ৪৬ বছর বয়সী মার্কিন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় ইতোমধ্যেই ২২ বছরের কারাদণ্ড ভোগ করতে থাকা বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তা ডেরেক শৌভেনকে আরও ২০ বছরের জেল দিয়েছে দেশটির ফেডারেল সিভিল রাইট কোর্ট।

এবার পুলিশি হেফাজতে জর্জ ফ্লয়েড তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন এমন অভিযোগ প্রমাণ হয়েছে।

এর আগে, পুলিশি দায়িত্ব পালনকালে খুনের ঘটনায় ২২ বছর ছয় মাসের কারাদণ্ড পেয়েছিলেন শৌভেন। যদিও বিশেষ নজরদারিতে থাকার শর্তে মাত্র পাঁচ বছর কারাভোগ করতে হবে ওই পুলিশ কর্মকর্তাকে।

এদিকে, ফেডারেল কোর্টের রায়ের ব্যাপারে জর্জ ফ্লয়েডের ভাই ফিলোনসে আদালতকে বলেছেন, তারা অন্তত ২৫ বছর কারদণ্ডের প্রত্যাশা করেছিলেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৫ মে পুলিশি নির্যাতনের মুখে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যু হয়। তারপর থেকে পুলিশি নির্যাতন ও বর্ণবাদবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে পুরো যুক্তরাষ্ট্র। সেই আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে সারা দুনিয়ায়।

সারাবাংলা/একেএম

জর্জ ফ্লয়েড টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর