যেন মোটরসাইকেলের দখলে ফেরি
৮ জুলাই ২০২২ ১৫:২৮
মুন্সীগঞ্জ: জেলার শিমুলিয়া ঘাটে ফেরি দিয়ে পদ্মা পার হলো অসংখ্য মোটরসাইকেল। শুক্রবার (৮ জুলাই) বেলা ১১টায় দুই নম্বর ঘাট দিয়ে মোটরসাইকেল নিয়ে পদ্মা পারি দেয় ফেরি কুমিল্লা।
দৃশ্য দেখে মনে হয় ফেরি কুমিল্লা যেন মোটরসাইকেলের দখলে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক বাণিজ্য ফয়সাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে ফয়সাল আহমেদ জানান, তিন নম্বর ঘাট থেকে ফেরি কুঞ্জলতা ছাড়ার কথা থাকলেও পরে ফেরি কুমিল্লা দুই নম্বর ঘাট থেকে মোটরসাইকেল নিয়ে পারি দেয়। ফেরি কুঞ্জলতাকে মিনি বড় ফেরি বলা হয়, আর ফেরি কুমিল্লাকে ছোট ফেরি বলা হয়। চ্যানেলের নাব্যতা সংকট থাকায় বড় ফেরির জায়গায় ছোট ফেরি কুমিল্লা দিয়ে মোটরসাইকেলসহ যাত্রীরা পদ্মা পারি দেয়।
এর আগে, শুক্রবার সকাল থেকে পরিবার নিয়ে তিন নম্বর ফেরি অবস্থান করতে দেখা যায় মোটরসাইকেল আরোহী। প্রথমে ফেরি কুঞ্জলতা ছাড়ার কথা থাকলেও নাব্যতা সংকটের কারণে ফেরি কুমিল্লা দিয়ে পদ্মা পাড়ি মোটরসাইকেল।
সারাবাংলা/এনএস