ভোমরা স্থলবন্দরে টানা ৫ দিনের ইদ ছুটি
৮ জুলাই ২০২২ ১৮:১১
সাতক্ষীরা: পবিত্র ইদুল আজহা উপলক্ষে টানা ৫ দিনের ছুটির কবলে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। আগামী ১৩ জুলাই বুধবার থেকে আবারও যথারীতি শুরু হবে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম।
শুক্রবার (৮ জুলাই) থেকে আগামী মঙ্গলবার (১২ জুলাই) পর্যন্ত সব প্রকার আমদানি-রফতানি বাণিজ্যিক কার্যক্রম কার্যত বন্ধ থাকবে বন্দরের। তবে এই সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।
ভোমরা স্থল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম মাকসুদ খান জানান, শুক্রবার সরকারি ছুটির দিন। এর সঙ্গে আগামী ৯ জুলাই শনিবার থেকে ১২ জুলাই মঙ্গলবার পর্যন্ত ৪ দিন ও শুক্রবারসহ মোট ৫ দিন ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথ আলোচনা করে উভয় দেশের বন্দরের আমদানি-রফতানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৩ জুলাই থেকে ফের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমীর মামুনও বিষয়টি নিশ্চিত করেছেন।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।
সারাবাংলা/এমও