Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় ভিজিএফের ৮০ বস্তা চাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২২ ০৮:২৯

ফাইল ছবি

গাইবান্ধা: জেলার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) জন্য বরাদ্দ করা ৮০ বস্তা ভিজিএফের চাল কালোবাজারে বিক্রির সময় জব্দ করেছে প্রশাসন। গতকাল শুক্রবার (৮ জুলাই) রাত ১০টার দিকে ওই ইউনিয়ন পরিষদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ইদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের জন্য পবনাপুর ইউপি চেয়ারম্যান চাল বরাদ্দ পান। আর ৮০ বস্তা চাল ব্যাপারিরা কিনে ভ্যানযোগে নিয়ে যাচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ইউনিয়ন পরিষদ আশপাশের রাস্তা থেকে বিভিন্ন ভ্যানে থাকা ৮০ বস্তা চাল জব্দ করা হয়।

এ বিষয়ে পবনাপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মণ্ডলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, এসব চাল ব্যাপারীরা কিভাবে ক্রয় করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

সারাবাংলা/এনএস

গাইবান্ধা পলাশবাড়ী উপজেলা ভিজিএফের চাল জব্দ

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর