Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইদের আগের দিন পদ্মা সেতুর টোল প্লাজা ফাঁকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২২ ১১:৪২ | আপডেট: ৯ জুলাই ২০২২ ১৩:৫৯

মুন্সীগঞ্জ: ইদের আগের দিন সকাল থেকে পদ্মা সেতুর টোলপ্লাজায় যানবাহনের কোনো ভিড় নেই। বরং টোলপ্লাজার অধিকাংশ কাউন্টার ফাঁকা দেখা গেছে। শুক্রবার সকালের পরিস্থিতির উল্টো চিত্র দেখা গেছে শনিবার (৯ জুলাই) সকালে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, এদিন সকাল থেকেই যানবাহনের কোনো চাপ ছিল না ঢাকা-মাওয়া-ভাঙ্গা বঙ্গবন্ধু মহাসড়কে। যে চিত্র অনেকটাই স্বাভাবিক দিনগুলোর মতোই। টোল প্লাজার চিত্র দেখে বোঝার উপায় নেই আগামীকাল ইদ।

ইদের আগে পদ্মা সেতু এলাকায় শৃঙ্খলাবদ্ধভাবে যানবাহন পারাপার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। অপরদিকে ইদের ঘরমুখী মানুষের নির্বিঘ্ন যাত্রার জন্য প্রয়োজনীয় সবধরনের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে পদ্মা সেতু কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

টোল প্লাজা পদ্মা সেতু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর