চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সাত লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৮ জুলাই) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
গ্রেফতার মোহাম্মদ আশরাফুল ইসলামের (২৩) বাড়ি বান্দরবানের লামা উপজেলায়।
র্যাবরে চট্টগ্রাম জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ সারাবাংলাকে বলেন, ‘বান্দরবান থেকে জাল নোটগুলো এনে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন বাজারে বিক্রি করতেন আশরাফুল। নোয়াখালী, কুমিল্লা, ফেনী জেলাসহ বিভিন্ন জায়গায় তার কাছ থেকে জাল নোটগুলো সংগ্রহ করে একটি চক্র সেগুলো ছড়িয়ে দিত। ইদুল আজহা উপলক্ষে জাল টাকা লেনদেন করে অতিরিক্ত মুনাফা অর্জন এই চক্রের মূল লক্ষ্য।’
গ্রেফতার আসামির বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ থানায় মামলা হয়েছে। এই চক্রের জাল টাকা তৈরির কারখানা শনাক্তের চেষ্টা চলছে বলে র্যাবের এই কর্মকর্তা জানিয়েছেন।