Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদত্যাগে প্রস্তুত বিক্রমাসিংহে

আন্তর্জাতিক ডেস্ক
৯ জুলাই ২০২২ ২০:০১

শ্রীলংকার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, সবাই চাইলে তিনি পদত্যাগে প্রস্তুত। এর মাধ্যমে একটি সর্বদলীয় সরকার গঠনের পথ করে দিতে চান তিনি।

শনিবার (৯ জুলাই) বিরোধী দলের নেতাদের সঙ্গে এক বৈঠকে নিজের মনোভাব প্রকাশ করেছেন।

এদিকে, ফের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে শ্রীলংকা। প্রেসিডেন্ট ভবন দখলে নিয়েছে ক্রুদ্ধ জনতা। নজিরবিহীন এ বিক্ষোভ-প্রতিবাদের মধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে বলেছেন, সর্বদলীয় এ বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হবে তা মেনে নেবেন তিনি।

শনিবার রাজধানী কলম্বোয় রীতিমতো গণঅভ্যুত্থানের ঘটনা ঘটে। পুলিশের ব্যারিকেড ভেঙে কয়েক হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্টের সরকারি বাসভবনে ঢুকে পড়ে এবং অবস্থান নেয়। অনেককেই প্রেসিডেন্টের বাসভবনের সুইমিংপুলে গোসল করতেও দেখা যায়।

জনগণের রোষের মুখে বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের মতো করেই বাসভবন ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোটাবায়া। সটকে পড়েন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও। এরপরও বিক্ষোভ-প্রতিবাদ অব্যাহত রয়েছে। দেশের এ চরম পরিস্থিতি বিবেচনায় এদিন জরুরি সর্বদলীয় বৈঠকের আহ্বান করেন প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে। সেই সঙ্গে স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ার্দেনাকে জরুরি অধিবেশন আয়োজনের অনুরোধ করেন তিনি।

শনিবার সন্ধ্যায় পার্লামেন্টে জরুরি সর্বদলীয় বৈঠক শুরু হয়েছে। তবে এতে প্রধান বিরোধী দল সাসাজি জানা বালাওয়েগায়া পার্টি (এসজেবি) বৈঠকে অংশ নেয়নি। প্রধানমন্ত্রী বিক্রমাসিংহের ডাকা বৈঠকে আগেই বয়কটের ঘোষণা দেন এসজেবির নেতা সাজিথ প্রেমাদাসা।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের দল শ্রীলঙ্কা পদুজানা পেরামুনা পার্টির (এসএলপিপি) বেশ কয়েকজন সংসদ সদস্য প্রেসিডেন্ট গোটাবায়ার প্রতি পদত্যাগের আহ্বান জানিয়েছেন। আদাদেরানার পৃথক এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার প্রেসিডেন্টের উদ্দেশে লেখা এক চিঠিতে দলের অন্তত ১৬ জন সংসদ সদস্য এ আহ্বান জানান।

সংসদ সদস্যদের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অনতিবিলম্বে পার্লামেন্ট অধিবেশন ডাকতে হবে। অধিবেশনে সব দলের অংশগ্রহণে সর্বদলীয় সরকার গঠন করতে হবে।

সারাবাংলা/একেএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর