Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় ইদগাহে যাচ্ছেন না রাষ্ট্রপতি, নামাজ পড়বেন বঙ্গভবনে

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২২ ২০:২৯

ঢাকা: করোনাভাইরাস পরিস্থিতির কারণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবার জাতীয় ইদগাহে ইদের নামাজ পড়বেন না। বঙ্গভবন জামে মসজিদে পরিবার সদস্য ও গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে রোববার (১০ জুলাই) ইদুল আজহার নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি।

বঙ্গভবনের একজন মুখপাত্র জানান, শনিবার সকাল সাড়ে ৮টায় সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রপতির ঈদের নামাজ আদায় করার কথা রয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে হঠাৎ করে কোভিড-১৯ প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে রাষ্ট্রপতি রাজধানীর জাতীয় ইদগাহ ময়দানে ঐতিহ্যবাহী ঈদের নামাজে এ বছরও অংশ নিচ্ছেন না।

বিজ্ঞাপন

ইদের নামাজ পরিচালনা করবেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির। নামাজে রাষ্ট্রপতি কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব এবং কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থাকবেন।

নামাজ শেষে রাষ্ট্রপতি হামিদ তার পরিবারের সদস্যদের সঙ্গে বঙ্গভবনে সময় কাটাবেন।

তবে সেখানে দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বিদেশি কূটনীতিক বা অতিথিদের উপস্থিতিতে খাবার পরিবেশনের সঙ্গে কোনো আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময়ের পর্ব থাকছে না বলে মুখপাত্র জানান।

সারাবাংলা/একে

ইদের নামাজ টপ নিউজ বঙ্গভবন রাষ্ট্রপতি

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর