Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইদরাতে ‘ফিরোজা’য় যাচ্ছেন বিএনপি নেতারা

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২২ ২১:৫৯ | আপডেট: ৯ জুলাই ২০২২ ২২:০০

ঢাকা: দলের চেয়াপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ইদশুভেচ্ছা বিনিময় করতে ‘ফিরোজা’য় যাচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা রোববার (১০ জুলাই) রাত ৮টায় গুলশান-২ এ খালেদা জিয়ার ভাড়া বাসা ফিরোজায় যাবেন।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান শনিবার (০৯ জুলাই) রাতে সারাবাংলাকে এসব তথ্য জানান।

দুদকের করা ২টি মামলায় দণ্ডিত হয়ে ২৫ মাস কারাভোগের পর সরকারের নির্বাহী আদেশে ‘সাময়িক মুক্তি’ নিয়ে ২০২০ সালের ২৫ মার্চ থেকে গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় আছেন খালেদা জিয়া। গুরুতর অসুস্থতার কারণে গত আড়াই বছরে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।

মুক্তির পর বেশিরভাগ সময় ‘ফিরোজা’য় থাকলেও কোভিড-১৯ সংক্রমণে শঙ্কা এবং তার ওপর আরোপিত বিধিনিষেধের কারণে দলের নেতারা খুব একটা দেখা-সাক্ষাতের সুযোগ পান না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঝে-মধ্যে দেখা-সাক্ষাতের সুযোগ পেলেও অন্যরা সুযোগ পান কেবল ইদের সময়। সর্বশেষ গত মে মাসে ৩ তারিখে ইদুল ফিতরের সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন বিএনপির শীর্ষ নেতারা।

সারাবাংলা/এজেড/এমও

ইদরাত টপ নিউজ ফিরোজা বিএনপি নেতা

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর