Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজেপির আমন্ত্রণে ভারত সফরে আ. লীগের প্রতিনিধি দল  


২২ এপ্রিল ২০১৮ ১১:৩৭

।। স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট ।।

ঢাকা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে আওয়ামী লীগের ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত সফরের গেছেন।

রোবাবার (২২ এপ্রিল) সকাল ১০টায় তারা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে  ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রতিনিধি দলটি ২২ থেকে ২৪ এপ্রিল ভারতের রাজধানী নয়া দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের সঙ্গে বৈঠক করবেন।

এ ছাড়াও প্রতিনিধি দলটি মহাত্মা গান্ধী মেমোরিয়ালে শ্রদ্ধা নিবেদন করবেন।

ভারত সফর শেষে প্রতিনিধি দলটির আগামী ২৪ এপ্রিল বিকেল সোয়া ৪ টায় ঢাকা বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

প্রতিনিধি দলে ওবায়দুল কাদের ছাড়াও রয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্য শ্রী পিযুষ কান্তি বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক মো. আব্দুস সোবহান মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড শামীম আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্যনির্বাহী সদস্য গোলাম কবির রাব্বানী এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ড রোকেয়া সুলতানা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর