Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্ক বিজিবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২২ ২২:৫১

ফাইল ছবি

যশোর: কোরবানির পশুর চামড়া পাচার রোধে বেনাপোলের বিভিন্ন সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে বিজিবি।

চামড়াবাহী কোনো যানবাহন সীমান্ত এলাকায় যাতে যেতে না পারে, সেজন্য নজরদারিও বাড়ানো হয়েছে। রাতে সীমান্তবর্তী এলাকায় লোকজনের চলাচল সীমিত রাখা হয়েছে।

শনিবার (৯ জুলাই) যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে, কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, ‘ভারতে কোরবানির পশুর চামড়া পাচার রোধে বেনাপোলের বিভিন্ন সীমান্তে সর্বোচ্চ সতর্ক রয়েছে বিজিবি। সীমান্তবর্তী এলাকায় টহল ব্যবস্থাও জোরদার করা হয়েছে। যশোরের যে সমস্ত সীমান্ত দিয়ে চামড়া পাচারের সম্ভাবনা থাকে, সে সমস্ত এলাকা বেশি নজরদারিতে রাখা হয়েছে।’

পাচার ঠেকাতে বেনাপোলের গাতীপাড়া, বড়আচড়া, সাদিপুর, রঘুনাথপুর, ঘিবা, ধান্যখোলা, পুটখালী ও শার্শার গোগা, কায়বা, অগ্রভুলোট, রুদ্রপুর, কাশিপুর, শিকারপুর, শালকোনা এবং শাহজাতপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

সারাবাংলা/এমও

চামড়া পাচার চামড়া পাচার রোধ সতর্ক বিজিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর