Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ইদের শুভেচ্ছা বিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২২ ১২:৩৪

ছবি: সারাবাংলা

দিনাজপুর: মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ইদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় তারা মিষ্টি বিতরণ করেন।

রোববার (১০ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটে সীমান্তের ২৮৫ মেইন পিলারের ১১ নম্বর সাব পিলারের চেকপোস্ট গেটের শূন্যরেখায় একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বিজিবি ও বিএসএফ সদস্যরা।

বিজ্ঞাপন

এ সময় ৬১ বিএসএফে আইসিপি চেকপোস্ট কমান্ডার রামবরণ সিংয়ের হাতে ৭ প্যাকেট মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বিজিবি হিলি আইসিপি ক্যাম্পের কমান্ডার সোলাইমান রহমান ও আইসিপি চেকপোস্ট কমান্ডার আইয়ুব আলী।

বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার নায়েক সুবেদার সোলাইমান রহমান বলেন, আজ (রোববার) মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পবিত্র ইদুল আজহা পালিত হচ্ছে। এ উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি আমরা। বিএসএফের পক্ষ থেকেও আমাদের মিষ্টি উপহার দিয়ে ইদের শুভেচ্ছা জানিয়েছে।

তিনি আরও জানান, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সীমান্তে যেন দায়িত্ব পালন করতে পারি, সেজন্য দু’দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে দু’বাহিনীর পক্ষ থেকে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দেওয়া হয়ে থাকে। হিলি সীমান্তে এ ধরনের রেওয়াজ দীর্ঘদিন ধরেই চলে আসছে। এতে করে দু’বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে।

সারাবাংলা/এনএস

ইদুল আজহা দিনাজপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর