৮০ শতাংশ বর্জ্য অপসারণ, ১১টি ওয়ার্ডে শতভাগ— দাবি ডিএনসিসির
১০ জুলাই ২০২২ ১৮:১৭
ঢাকা: রাজধানীর দুই সিটি করপোরেশনেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ দুপুরের পর থেকে শুরু হয়েছে।
রোববার (১০ জুলাই) দুপুর ২টা থেকেই দুই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা বর্জ্য অপসারণের কাজ শুরু করেন। বিকেল ৫টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় ৮০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। এর মাঝে ১১ ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসিসি।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন রোববার (১০ জুলাই) সারাবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডিএনসিসি’র বিভিন্ন এলাকায় মোট কোরবানির বর্জ্যের ৮০ভাগ অপসারণ সম্পন্ন হয়েছে। এর মাঝে ডিএনসিসি’র ১১টি ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। এই ওয়ার্ডগুলি হলো, ৬, ১৩, ১৯, ২৫, ৩১, ৪৪, ৪৫, ৪৬, ৫২, ৫৩ এবং ৫৪।
এর আগে সকালে জাতীয় ইদগাহ ময়দানে প্রধান ইদ জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএনসিসি’র মেয়র মো. আতিকুল ইসলাম। বর্জ্য অপসারণে সবার সহযোগিতা চেয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করব, ঢাকাবাসীকে অনুরোধ করব, আপনারা আমাদের সাহায্য করুন। আপনারা নির্দিষ্ট স্থানে বর্জ্যটা রেখে দিন।’
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা মাঠে নেমেছেন জানিয়ে তিনি বলেন, জনগণের সহযোগিতা পেলে, আমরা আশা করি খুব শিগগিরই সব বর্জ্য অপসারণ করতে পারব।
সারাবাংলা/এসবি/এমও