মানিকগঞ্জ: মানিকগঞ্জের বানিয়াজুরী এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
এ খবর নিশ্চিত করেছেন ঘিওর থানার এস আই রাসেল খান। নিহত কিশোরের নাম জুবায়ের (১৪)। তার বাড়ি ধামরাই উপজেলার টুপের বাড়ি এলাকায়। দুর্ঘটনায় আহত হয়েছে তার বন্ধু তুষার (১৫)।
লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।