Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়াকে সশস্ত্র ড্রোন সরবরাহ করবে ইরান: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই ২০২২ ১৩:০২

যুদ্ধে লিসিচানস্ক শহরে ধ্বংস হওয়া ভবন, ছবি: আলজাজিরা

রাশিয়া হামলা চালাতে সক্ষমসহ কয়েকশত ড্রোন নেওয়ার জন্য ইরানের দিকে ঝুঁকেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজ। এসব ড্রোন ইউক্রেন হামলায় ব্যবহার করা হবে বলে জানানো হয়ে। খবর আলজাজিরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ইরান এর মধ্যেই রাশিয়াকে কোনো ড্রোন সরবরাহ করেছে কি না তা স্পষ্ট নয়। তবে যুক্তরাষ্ট্রের কাছে থাকা তথ্য ইঙ্গিত করে যে, এই মাসের মধ্যেই রাশিয়ান বাহিনীকে এসব ব্যবহার করার জন্য প্রশিক্ষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান।

বিজ্ঞাপন

গতকাল সোমবার (১১ জুলাই) সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের তথ্য মতে- দ্রুত সময়ের মধ্যে রাশিয়াকে হামলা চালাতে সক্ষমসহ কয়েকশত ড্রোন সরবরাহ করার জন্য ইরানের সরকার প্রস্তুতি নিচ্ছে।’

জ্যাক সুলিভান আরও বলেন, ‘ইউক্রেনে অপ্রতিরোধ্যভাবে রাশিয়ার বোমা হামলার বিষয়টি এটা প্রমাণ করে। সম্প্রতি সপ্তাহগুলোতে ইউক্রেনের পূর্বাংশকে দখলে নেওয়া জন্য এ হামলা করা হচ্ছে। নিজস্ব (রাশিয়া) অস্ত্রের ব্যয় কমানোর জন্যই এমনটা করা হচ্ছে।’

সারাবাংলা/এনএস

ইউক্রেন ইরান যুক্তরাষ্ট্র রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর