Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইদে সড়কের অবস্থা সব জায়গায় ভালো ছিল: ওবায়দুল কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২২ ১৩:০৮

ঢাকা: এবার ইদে সড়কের অবস্থা সব জায়গায় ভালো ছিল বলে দবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১২ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ইদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এবার ইদে সড়কের অবস্থা সব জায়গায় ভালো ছিল। সড়কের কোথাও যানজট হয়নি। যেটা হয়েছে সেটা কিছু ব্যবস্থাপনার ত্রুটি বা সমন্বয়ের অভাবে হয়েছে।’ তবে উত্তরাঞ্চল রুটে সমস্যা বেশি হয়েছে স্বীকার করেছে ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘কিন্তু সেটি হওয়ার কথা ছিল না।’

পাশাপাশি পদ্মা সেতু নির্মাণের ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের।

এসময় মন্ত্রী জানান, কালনা সেতু এবং বেকুটিয়ায় অষ্টম চীন-বাংলাদেশ মৈত্রী সেতু সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু দুটির উদ্বোধন করবেন।

তিনি আরও জানান, আগামী নির্বাচনের আগে মেট্রোরেলের কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে। ডিসেম্বরের মধ্যে আগারগাঁও পর্যন্ত হয়ে যাবে।

ওবায়দুল কাদের জানান, মন্ত্রণালয়ের চলমান কাজগুলো দ্রুত এগিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সিলেট-সুনামগঞ্জের রাস্তাগুলো দ্রুত মেরামত করা হবে।

সারবাংলা/এমও

ইদ ওবায়দুল কাদের সড়কের অবস্থা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর