Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

ডি‌স্ট্রিক্ট ক‌রেসপ‌ন্ডেন্ট
১২ জুলাই ২০২২ ১৯:১৭

লালমনিরহাট: জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি সীমান্ত থেকে নাইমুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে সীমান্তের ৯১৩ নম্বর মেইন পিলার থেকে তাকে ধরে নিয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। নাইমুল খামারভাতি এলাকার আসাদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাইমুল দীর্ঘদিন ধরে ভারত এথেকে আসা বিভিন্ন প্রকার মাদক কারবারের সঙ্গে জড়িত। ভারত থেকে মাদক এনে দেশীয় কারবারিদের কাছে বিক্রির কাজ করত। সর্বশেষ মাদকের চালান নিয়ে ভারত থেকে ফেরার পথে চিত্রা ক্যাম্পের ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের হাতে ফেনসিডিলসহ ধরা পড়ে।

পাশাপাশি, সীমান্তে মাদক কারবারিরা বিপজ্জনক; তাই তাদের ভয়ে কেউ মুখ খোলার সাহস পায় না বলে স্থানীয়রা অভিযোগ করেন।

এ ব্যাপারে ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান বলেন, বাংলাদেশি যুবককে বিএসএফ ধরে নিয়ে গেছে বলে জানা গেছে। এ ব্যাপারে বিএসএফ’র সঙ্গে আলোচনা হবে বলে জানান তিনি।

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর