পি কে হালদারের বিরুদ্ধে কলকাতার আদালতে চার্জশিট
১২ জুলাই ২০২২ ২২:৫৬ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ২৩:৩৪
ঢাকা: ভারতে গ্রেফতার হওয়া প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) বিরুদ্ধে দায়ের মামলায় চার্জশিট দাখিল করেছে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার (১২ জুলাই) কলকাতার নগর দায়রা আদালতে চার্জশিট দাখিল করেন ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী।
বাংলাদেশের এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারসহ ছয় অভিযুক্তের বিরুদ্ধে এই চার্জশিট দেওয়া হয়। ভারতে তাদের ব্যাংক অ্যাকাউন্ট, বাড়ি ও জমিসহ প্রায় পাঁচ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও দুর্নীতি দমন কমিশনের অনুরোধে গত ১৪ মে অশোকনগরসহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় পি কে হালদারকে।
সেই সঙ্গে গ্রেফতার করা হয় তার ভাই প্রাণেশ হালদার, স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মৈত্র, উত্তম মিস্ত্রি ওরফে উত্তম মৈত্র, ইমাম হোসেন ওরফে ইমন হালদার এবং আমানা সুলতানা ওরফে শর্মী হালদারকে।
সারাবাংলা/একে