Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুড়িগঙ্গার আদি চ্যানেলে নির্মিত অবৈধ ভবন ভাঙার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২২ ১৬:৪৩

অবৈধ দেওয়াল ভাঙার নির্দেশ দেন শেখ ফজলে নূর তাপস, ছবি: সারাবাংলা

ঢাকা: বুড়িগঙ্গার আদি চ্যানেল ভরাট করে গড়ে ওঠা অবৈধ ভবনগুলো আবারও উচ্ছেদের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১৩ জুলাই) দুপুর ১টার দিকে বুড়িগঙ্গা আদি চ্যানেলের কালুনগর স্লুইসগেট ও সংলগ্ন এলাকা হঠাৎ করে পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন ডিএসসিসি মেয়র শেখ তাপস। আদি চ্যানেল পুনরুদ্ধারে ডিএসসিসি, পানি উন্নয়ন বোর্ড ও ঢাকা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত সীমানা নির্ধারণ কার্যক্রম পরিচালনা করেছে। পরিদর্শনকালে একটি ১০ তলা ভবনের অংশবিশেষ ও খাল দখল করে গড়ে তোলা অন্যান্য বহুতল ভবন, ভবনের দেয়াল ও স্থাপনা ভাঙার নির্দেশ দেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় খালের মধ্যে নবনির্মিত একটি ১০ তলা ভবনের শিয়ার ওয়াল থাকায় বিস্ময় প্রকাশ করে মেয়র শেখ তাপস বলেন, ‘খালের মধ্যে শিয়ার ওয়াল দিছে! খালের মধ্যে তো শিয়ার ওয়াল হবে না। খালের জায়গা ছেড়ে শিয়ার ওয়াল হবে। তারপরে তার ভবন হবে। তিনি তো খালের মধ্যে শিয়ার ওয়াল দিয়েছেন। এটা পুরাই ভাঙা যাবে। এটা ভাঙতে বড় যন্ত্রপাতি আনেন, ভাঙা শুরু করেন।’

এ সময় খালের মুখ (কালুনগর স্লুইসগেটের এলাকা) কত ফুট প্রশস্ত— জানতে চান মেয়র শেখ তাপস। জবাবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খালের মুখটি ৩১৫ ফুট প্রশস্ত। এরপর সীমানার মধ্যে থাকা সকল অবৈধ দখল মুক্ত করার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, কাউন্সিলরদের মধ্যে ২৪ নম্বর ওয়ার্ডের মো. মোকাদ্দেস হোসেন জাহিদ, ৫৫ নম্বর ওয়ার্ডের মো. নুরে আলম ও সংরক্ষিত আসনের নিলুফার রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এনএস

বুড়িগঙ্গা বুড়িগঙ্গার আদি চ্যানেল মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর