সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকে আগুন
১৩ জুলাই ২০২২ ২১:৪৮
চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরের ভেতরে আগুন লাগার খবর পাওয়া গেছে। বুধবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে স্থলবন্দরে থাকা একটি ভারতীয় পণ্যবাহী ট্রাকে আগুনের সূত্রপাত ঘটে।
এ সময় পাশের একটি ভারতীয় গম ভর্তি ট্রাকে এবাং অপর একটি বাংলাদেশি ট্রাকেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন্দর কতৃপক্ষের সহায়তা শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা।
বন্দরের একজন কর্মকর্তা জানান, ভারত থেকে আমদানি করা ব্লিচিং পাউডারের একটি ভারতীয় ট্রাকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় পাশের আরও দুটি ট্রাকে আগুন ছড়িয়ে যেতে থাকলে স্থানীয় শ্রমিকদের মাধ্যমে অন্যান্য ট্রাকগুলোর আগুন থেকে রক্ষা করার চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং পাশের ট্রাক ২টির আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে পানামা পোর্ট লিংক লিমিটেডের ফটো ম্যানেজার মইনুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে চলে এসেছ। এক্ষেত্রে শুধুমাত্র একটি ট্রাক আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
সারাবাংলা/এনএস