Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, উপজেলা চেয়ারম্যানসহ কারাগারে ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২২ ২২:০৫

ওয়াদুদ মাতুব্বর

ফরিদপুর: জেলার সালথা উপজেলায় মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরসহ ১০ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৩ জুলাই) দুপুরে জেলার অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৬ নং আমলি আদালতের বিচারক তরুণ বাছাড় এই নির্দেশ দেন। এর আগে, আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন আসামিরা। তবে সেই জামিন আবেদন করেন নাচক করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন বিচারক।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা যায়, গত রোববার (৯ জুলাই) দিবাগত রাতে সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরকে প্রধান আসামি করে ৩৬ জনের নাম উল্লেখ করে বাড়িতে হামলার ঘটনায় বীরমুক্তিযোদ্ধার স্ত্রী জয়গুন বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত ৮ জুলাই সন্ধ্যায় উপ‌জেলার গ‌ট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্ল্যার ওপর দুর্বৃত্তরা হামলা করে বলে অভিযোগ উঠে। এ সময় তিনি দৌড়ে মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা ওই বাড়ি ভাঙচুর করে ও লুটপাট চালায় ব‌লে অভিযোগ স্থানীয়‌দের।

এছাড়া এলেম শেখ ও তার স্ত্রী জয়গুন বেগমকে মারধর ক‌রে, এতে তারা আহত হন। পরে এ ঘটনায় গত ৯ জুলাই উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরসহ মোট ৩৬ জনকে আসামি করে সালথা থানায় মামলা করেন জয়গুন বেগম। আহত জাফর মোল্যা বর্তমানে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছেন।

এদিকে এ ঘটনা‌র বিচার দাবি ক‌রে ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে গত সোমবার বাংলাদেশ মু‌ক্তি‌যোদ্ধা সন্তান কমান্ড সালথা উপ‌জেলা শাখার আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

ওয়াদুদ মাতুব্বর ফরিদপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর