উবারের বিরুদ্ধে ৫৫০ যৌন হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুলাই ২০২২ ১২:২৫
১৪ জুলাই ২০২২ ১২:২৫
বিশ্বব্যাপী জনপ্রিয় রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবারের বিরুদ্ধে ৫৫০ নারী যৌন হয়রানির অভিযোগ এনেছেন। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর একটি আদালতে বুধবার (১৩ জুলাই) অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, উল্লেখিত নারীরা উবার ড্রাইভার কর্তৃক অপহরণ, যৌন হয়রানি, ধর্ষণ, অনুসরণের শিকার হয়েছেন।
এ ব্যাপারে উবারের মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, যৌন হয়রানি খুব স্পর্শকাতর অভিযোগ, প্রত্যেকটি অভিযোগ তারা গুরুত্ব সহকারে তদন্ত করবেন।
তিনি আরও বলেন, ব্যবহারকারীদের নিরাপত্তার কথা সর্বাগ্রে প্রাধান্য দিয়ে উবার প্রতিনিয়ত ফিচারে পরিবর্তন নিয়ে আসছে।
সারাবাংলা/একেএম