তরুণদের দক্ষতা ঘাটতি চরমে: ইউনিসেফ
১৪ জুলাই ২০২২ ১৮:১২
বিশ্বের চার ভাগের তিন ভাগ তরুণ কর্মক্ষেত্রে অদক্ষ, ৯২ দেশের ১৫-২৪ বছর বয়সী তরুণদের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল (ইউনিসেফ)।
বিশ্ব যুব দক্ষতা দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার (১৪ জুলাই) এই প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে বৈশ্বিক শিক্ষা ও দক্ষতা সংকট মোকাবিলায় জরুরি বিনিয়োগ প্রয়োজন।
ইউনিসেফ বলছে, শিশু-তরুণদের মধ্যে দক্ষতার চরম ঘাটতি। বিশেষ করে নিম্ন আয়ের দেশের তরুণরা সবচেয়ে পিছিয়ে।
এ ব্যাপারে ইউনিসেফের শিক্ষাবিষয়ক পরিচালক রবার্ট জেনকিন্স বলেন, দক্ষ শিশু ও তরুণ প্রজন্ম দেশের সমৃদ্ধি, অগ্রগতি ও আর্থসামাজিক উন্নতিতে অনুপ্রেরণা জোগায়। অথচ তাদের বড় অংশ অদক্ষ। যা বিশ্বকে অনুৎপাদনশীলতার দিকে নিয়ে যাবে।
স্বল্পআয়ের দেশগুলোতে তিন ভাগের এক ভাগ দেশের ৮৫ ভাগ তরুণ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা, প্রযুক্তি ও কর্মসংস্থানের জন্য যে দক্ষতা প্রয়োজন তা নেই বলে জানাচ্ছে ইউনিসেফ। যেসব তরুণ স্কুলের বাইরে ও মাধ্যমিক স্তরে কম দক্ষতা অর্জন করে, সেসব দেশ দক্ষ জনশক্তির সংকটে ভুগছে। সেসব দেশের বেশিরভাগ তরুণ কর্মজীবনে প্রবেশের জন্য প্রস্তুত নয়।
সারাবাংলা/একেএম