Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমেরিকা-ভারত-ইসরাইল-আমিরাতের নতুন জোট

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুলাই ২০২২ ১৮:১১

করোনা মহামারি এবং ইউক্রেনে রুশ আগ্রাসনের মুখে বিশ্বজুড়ে চলমান সংকট থেকে বাঁচতে ‘আইটুইউটু’ নামে খাদ্য ও জ্বালানি নিরাপত্তার নতুন জোট গড়েছে যুক্তরাষ্ট্র, ভারত, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত।

বৃহস্পতিবার (১৪ জুলাই) এই নতুন জোট আত্মপ্রকাশ করে বলে জানিয়েছে রিয়াদভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া।

জোটভুক্ত চার দেশের প্রধানরা খাদ্য ও পরিবেশবান্ধব জ্বালানি নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয় পানি, জ্বালানি, পরিবহন, মহাকাশ, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা খাতে যৌথ বিনিয়োগের পাশাপাশি খাতগুলোর চ্যালেঞ্জ মোকাবিলাই এই জোটের লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে নেতারা বলেছেন, তারা দীর্ঘমেয়াদে জ্বালানি ও খাদ্যপণ্য উৎপাদন-সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করবেন। এদিকে, ভারতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আহমেদ আল-বান্না এই জোটকে পশ্চিম এশিয়ার কোয়াড বলে উল্লেখ করেছেন।

সারাবাংলা/একেএম

আইটুইউটু

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর