Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাকাশ অভিযানে রুশ-মার্কিন সহযোগিতা চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুলাই ২০২২ ২০:০২

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (আইএসএস) যাওয়ার ক্ষেত্রে রুশ এবং মার্কিন নভোচারীরা যেন একে অপরের মহাকাশ যান ব্যবহার করতে পারে সে লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এরোনোটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্টেশন (নাসা) এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের মধ্যে একটি চুক্তি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শুক্রবার (১৫ জুলাই) দুই দেশের মহাকাশ সংস্থার মধ্যে সহযোগিতা চুক্তি হয়।

এ চুক্তির কারণে মহাকাশ অভিযানে রাশিয়ার নভোচারীরা মার্কিন মহাকাশযান ব্যবহার করতে পারবেন। একইভাবে মার্কিন নভোচারীরা তাদের প্রয়োজনীয়তার প্রেক্ষিতে ব্যবহার করতে পারবেন রুশ মহাকাশযান।

এ ব্যাপারে রসকসমস এক বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে এই চুক্তি করা হয়েছে। ভবিষ্যতে মহাকাশে শান্তিপূর্ণ অভিযানের ক্ষেত্রে তারা একে অপরের সহযোগী হিসেবে কাজ করতে প্রস্তুত।

সারাবাংলা/একেএম

নাসা রসকসমস


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর