Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘করোনা রোধে বিধিনিষেধ দেওয়া হবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২২ ২২:০১

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন [ফাইল ছবি]

মেহেরপুর: দেশে করোনাভাইরাস সংক্রমণে ঊর্ধ্বগতি দেখা দিলেও সংক্রমণ রোখে নতুন করে বিধিনিষেধ দেওয়া হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। যারা এখনো ভ্যাকসিন নেননি তারা ভ্যাকসিন নিলে এবং জনসাধারণ মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করলে সংক্রমণ রোধ করা সম্ভব বলে মনে করছেন তিনি।

শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যায় মেহেরপুর সদরের হরিরামপুর গ্রামে সমবায় অধিদফতরের উদ্যোগে গাভী পালন কর্মসূচি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, করোনার সংক্রমণ বাড়ছে ও কমছে। তবে এর মধ্যে আমরা ব্যাপকভাবে সবাইকে করোনার ভ্যাকসিন দিতে পেরেছি। এর সুফল সবাই পাচ্ছে। এখন অনেকে করোনায় আক্রান্ত হলেও টের পাচ্ছেন না। সবাইকে হাসপাতালেও যেতে হচ্ছে না। করোনায় মৃত্যুও কমেছে।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরও বলেন, ভ্যাকসিন নেওয়ার কারণে এখন আর আগের মতো সমস্যায় পড়তে হবে না। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মানলে এবং মাস্ক পরলে আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারব। তবে এখনো যারা ভ্যাকসিন নেননি, তাদের ভ্যাকসিন নিতে হবে।

হরিরামপুর গ্রামে জেলা সমবায় অধিদফতরের উদ্যোগে দুধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান তৈরির লক্ষ্যে গাভী পালনের প্রকল্প হাতে নেওয়া হয়। সন্ধ্যা ৭টার দিকে প্রকল্পের কার্যক্রম দেখতে যান প্রতিমন্ত্রী।

এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান ও জেলা সমবায় অফিসার প্রভাস চন্দ্র বালা। এর আগে সদর উপজেলায় ৪০০ উপকারভোগী পরিবাররের প্রতিটিকে গাভী পালনের জন্য এক লাখ পাঁচ হাজার টাকা করে বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

করোনা সংক্রমণ করোনায় বিধিনিষেধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর