Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে ট্রাক চাপায় বাবা-মা-মেয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২২ ১৭:১৫

ময়মনসিংহ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের কোর্ট ভবন এলাকায় ট্রাক চাপায় একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। এসময় মায়ের পেটে থাকা ৯ মাস বয়সী এক নবজাতক আহত হয়।

শনিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের রায়মনি গ্রাম থেকে জাহাঙ্গীর আলম (৩৫), তার নয় মাসের অন্তঃসত্তা স্ত্রী রত্না বেগম (২৬), মেয়ে জান্নাতকে (আড়াই বছর) নিয়ে আল্ট্রাসনোগ্রাম করার জন্য ত্রিশাল পৌর এলাকায় আসেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির ময়মনসিংহগামী মালবাহী (ঢাকা মেট্রো-ট-২০-৩৫৮০) ট্রাকটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পরিবারের তিন জন মারা যায়।

বিজ্ঞাপন

তবে রত্না বেগমের পেটে থাকা নবজাতক প্রসব হয়। নবজাতক মেয়ে বাচ্চাটিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক নবজাতক বাচ্চাটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। নবজাতকটি সেখানেই চিকিৎসাধীন।

ত্রিশাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় ময়মনসিংহগামী দ্রুতগতির মালবাহী ট্রাকটি একই পরিবারের তিন জনকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ভূমিষ্ঠ নবজাতক শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এমও

ট্রাক চাপা ত্রিশাল বাবা-মা-মেয়ের মৃত্যু ময়মনসিংহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর