Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২২ ১৭:৩১

দিনাজপুর: মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইদুল আজহা উপলক্ষে টানা ৮ দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে। সেই সঙ্গে বন্দরে শুরু হয়েছে পণ্য লোড-আনলোড কার্যক্রম।

শনিবার (১৬ শনিবার) সকাল ১০টা ভারত থেকে একটি পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, ‘ইদ উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক গত ৮ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিলো। ছুটি শেষে এই বন্দর দিয়ে আজ সকাল থেকে দুই দেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে।

সারাবাংলা/এমও

আমদানি-রফতানি হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর