Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে হিন্দুপাড়ায় হামলার বিচার দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২২ ১৮:০৬

রাঙামাটি: রাঙামাটিতে সংখ্যালঘু সুরক্ষা আইন ও বৈষম্য বিলোপ আইন প্রণয়নসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। দেশজুড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৬ জুলাই) বিকাল ৪টায় জেলা শহরের নিউমার্কেট প্রাঙ্গণে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর আগে, রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের হ্যাপির মোড় ঘুরে নিউ মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সংগঠনটির জেলা সভাপতি দীপন ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা সাধারণ সম্পাদক পলাশ কুসুম চাকমা, জেলা সনাতন যুব পরিষদের সভাপতি অজিত শীল, প্রচার সম্পাদক নব চাকমা প্রমুখ।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, ‘সংখ্যালঘুদের নিরাপত্তায় যথাযথ আইন প্রণয়ন না করার কারণে দেশে দিন দিন সংখ্যালঘু নির্যাতন বৃদ্ধি পাচ্ছে।’ তাই দ্রুত সময়ে বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সংখ্যালঘু সরক্ষা আইন প্রণয়নের দাবি করেন তারা।

একইসঙ্গে বক্তারা নড়াইলে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদ জানায় এবং পূর্বের সংঘটিত বিভিন্ন হামলার বিচার দাবি করেন।

সারাবাংলা/এমও

রাঙামাটিতে বিক্ষোভ হিন্দুপাড়ায় হামলা