সরকারি দলের মদদে সাম্প্রদায়িক হামলা: ছাত্র ইউনিয়ন
১৬ জুলাই ২০২২ ২১:৩৪
চট্টগ্রাম ব্যুরো: নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে সাম্প্রদায়িক আক্রমণের ঘটনায় সরকারি দলের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ আছে বলে অভিযোগ করেছে ছাত্র ইউনিয়ন।
শনিবার (১৬ জুলাই) নগরীর নিউমার্কেট মোড়ে চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এ অভিযোগ করেছেন।
সমাবেশে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এ্যানি সেন বলেন, ‘নড়াইলের লোহাগড়ার সাম্প্রদায়িক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অতীতের সমস্ত সাম্প্রদায়িক হামলার বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা, শিথিলতা কারণে সারাদেশে লোহাগড়ার মতো পরিস্থিতি ঘটানোর সুযোগ সৃষ্টি হেয়ছে। এই নড়াইলেই কিছুদিন আগে কলেজ শিক্ষকের ওপর কথিত ধর্ম অবমাননার অভিযোগে পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে আক্রমণ, শারীরিক হেনস্থা এবং জুতোর মালা পরিয়ে কলেজ প্রাঙ্গণে ঘোরানো হয়। সুতরাং এসব সাম্প্রদায়িক অক্রমণকে কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখানোর সুযোগ নেই।’
‘আগামী নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক সমীকরণ মেলাতে গিয়ে সাম্প্রদায়িক গোষ্ঠীকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করে তুলেছে সরকার। সাম্প্রদায়িক আক্রমণে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিদের নির্বাচনে মনোনয়ন দিচ্ছে। রামু, নাসিরনগরের সাম্প্রদায়িক আক্রমণের ঘটনার সাথে সরকারি দলের মদদের প্রমাণ পাওয়া গেছে। এ ধরনের প্রতিটি ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা পাওয়া গেছে সরকারি দলের স্থানীয় নেতাদের।’
নড়াইলের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া, ভবিষ্যতে যেকোনো ধরনের সাম্প্রদায়িক উসকানি ও সহিংসতা কঠোর হাতে দমনের দাবি জানিয়েছেন ছাত্র ইউনিয়ন।
জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক টিকলু দে’র সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলার শিক্ষা ও গবেষণা সম্পাদক নিশান রায়, স্কুল ছাত্র সম্পাদক আশিক এলাহী, কোতোয়ালী থানার সাংগঠনিক সম্পাদক অর্নব বড়ুয়া, হালিশহর থানার সাংগঠনিক সম্পাদক সাজ্জাতুর জামান অভি, পাহাড়তলী থানার সদস্য সুমন রহমান।
সমাবেশের শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সারাবাংলা/আরডি/এমও