Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেজর সিনহা হত্যা মামলার ফাঁসির আসামি লিয়াকত কক্সবাজার আদালতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২২ ১৩:৫৭

কক্সবাজার: বাংলাদেশ সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পুলিশের সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে কক্সবাজার আদালতে আনা হয়েছে। বোরবার (১৭ জুলাই) অন্য একটি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে সাক্ষ্য প্রদানের জন্য অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে তাকে উপস্থিত করা হয়।

রোববার সকাল ১০টার দিকে পুলিশের কড়া নিরাপত্তা লিয়াকত আলীকে আদালতে আনা হয়। পরে সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুনের আদালতে সাক্ষ্য প্রদান করেন তিনি। কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ২০১৯ সালের ২৭ আগস্ট টেকনাফ থানায় দায়ের হওয়া আবদুল করিম হত্যা মামলার তদন্তকারি কর্মকর্তা ছিলেন লিয়াকত আলী। ওই মামলার ৬ জন আসামির জবানবন্দি গ্রহণ করেছিলেন। ওই মামলার সাক্ষ্য প্রদানের জন্য লিয়াকতকে কক্সবাজার আদালতে আনা হয়েছিল। সাক্ষ্য প্রদান শেষে বেলা সাড়ে ১২টার দিকে লিয়াকতকে কক্সবাজার কারাগারে নিয়ে যাওয়া হয়।

এর আগে, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। গত ৩১ জানুয়ারি আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল।

এতে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া সাতজনকে খালাস দেওয়া হয়েছে। আদেশের পর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ঢাকার কারাগারে কনডেম সেলে রাখা হয়েছে। মামলার সাক্ষ্য প্রদানের জন্য লিয়াকত আলীকে কক্সবাজার আনা হয় গতকাল শনিবার। তাকে ফের ঢাকা পাঠানো হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

মেজর সিনহা হত্যা মামলা লিয়াকত আলী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর