ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেল বঙ্গভ্যাক্স
সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২২ ১৬:৪৬
১৭ জুলাই ২০২২ ১৬:৪৬
ঢাকা: দেশে প্রথমধাপে মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি পেল গ্লোব বায়োটেক উদ্ভাবিত করোনার ভ্যাকসিন বঙ্গভ্যাক্স।
রোববার (১৭ জুলাই) ঔষধ প্রশাসন অধিদফতর এই অনুমোদন দেয়। অধিদফতরের উপ-পরিচালক মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মানবদেহে প্রথম ধাপের পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র পেয়েছে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি করোনার ভ্যাকসিন বঙ্গভ্যাক্স। ৬০ জনকে নিয়ে বিএসএমএমইউতে শুরু হবে এ ট্রায়াল।
জানা গেছে, বঙ্গভ্যাক্স ক্লিনিকাল ট্রায়াল গবেষক দলের প্রধান হিসেবে থাকবেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব।
সারাবাংলা/এসবি/একে