ঢাকা: বিএসটিআই সিএম ছাড়পত্র গ্রহণ ছাড়া ‘হেলমেট’ ও ‘কমবাশন ইঞ্জিন ক্রেংকেজ অয়েল’ বিক্রয় ও বাজারজাতের অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রোববার (১৭ জুলাই) রাজধানীর রমনা থানা এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয়।
প্রতিষ্ঠাগুলো হলো- বাংলামোটরের জুবায়ের মটরস ও ইউনুছ মটরস। প্রতিষ্ঠান দুটিকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার সিকান্দার মাহমুদ।