Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন নিয়ে সংকটে পড়ে গেছি: সিইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২২ ১৩:৪১

ফাইল ছবি: সিইসি কাজী হাবিবুল আউয়াল

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন নিয়ে সংকটে পড়ে গেছি। একটি বড় দল বলছে নির্বাচনে অংশ নেবে না। আরেকটি দল বলছে নির্বাচন হবে। এটি অনাকাঙ্ক্ষিত, কাঙ্ক্ষিত যাই হোক। রাজনৈতিক পরিমণ্ডলে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে।’

সোমবার (১৮ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট-এর সঙ্গে সংলাপে এমন মন্তব্য করেন তিনি।

সিইসি বলেন, ‘জনপ্রতিনিধিত্বমূলক সরকার হতে হবে। সেখানে নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন যদি নির্বাচন না হয়, নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ হোক— সেটি আমরা কখনও চাইবো না, আপনারাও চাইবেন না।’

তিনি বলেন, ‘যেভাবেই হোক একটা নির্বাচন হোক, গ্রহণযোগ্যভাবে নির্বাচন হোক। সুন্দর সংসদ ও সরকার গঠিত হোক এটিই আমরা চাই। বিএনপি যেটা দাবি করছে— তা আলাপ আলোচনা ও সংগ্রামের মাধ্যমে বিএনপিকে তা প্রতিষ্ঠা করতে হবে। কারণ এটির সঙ্গে সংবিধান জড়িত।’

সিইসি বলেন, ‘আমাদের কোনো অনুরাগ বিরাগ নেই। আমাদের একটাই কাজ। ভোটারকে তার ভোটাধিকার প্রয়োগ করতে দিতে হবে। গ্রামে-গঞ্জে, শহরে ভোটারদের বাধা দেওয়া হলে, সেটি অবহিত হলে আইনগত ব্যবস্থা নিতে আমরা অবশ্যই সচেষ্ট হবো।’

নির্বাচনের সময় বিভিন্ন মন্ত্রণালয় ইসির অধীনে করার প্রক্রিয়াকে জটিল বলে মনে করেন সিইসি। তিনি বলেন, ‘এর সঙ্গে জটিল সাংবিধানিক বিষয় জড়িত রয়েছে। এটি নিয়ে সব রাজনৈতিক দল নিজের মধ্যে সংলাপ করতে পারে।’

নির্বাচন কমিশনের অনেক ক্ষমতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অতীতে হয়তো কোনো কারণে সেই ক্ষমতা পুরোপুরি প্রয়োগ করতে পারেনি। কিন্তু আমরা সেটি প্রয়োগ করার চেষ্টা করব।’

বিজ্ঞাপন

এর আগে, সকালে স্বাগত বক্তব্যে সিইসি বলেন, ‘বিএনপিসহ কয়েকটি দল আগাম অনাস্থা দিয়েছে। এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। কী বিশেষ সুবিধা নিয়ে পক্ষপাতদুষ্ট হলাম তা বুঝতে পারছি না। বিএনপি যদি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা বা অন্য কোনোভাবে নতুন ব্যবস্থাপনায় নির্বাচনে আসে, তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না।’

সারাবাংলা/জিএস/একে

ইসি প্রধান নির্বাচন কমিশনার সিইসি

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর