নেত্রকোনা: মদনে বিদ্যুৎস্পৃষ্টে ইলিয়াস (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ইলিয়াস মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জাওলা গ্রামের ইউনূস মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৮ জুলাই) দুপুরে নিজ ঘরের বেড়া সরাতে গিয়ে সংযুক্ত তার কেটে গিয়ে ইলিয়াসের বাম পায়ের তালুতে লেগে যায়। এতে ইলিয়াস গুরুতর আহত হলে পরিবারের লোকজন উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম জানান, ইলিয়াসের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।