Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সবাই জাল বাইছে, তোর পড়ার কী দরকার ছিল’

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২২ ১৪:৫৯

আদালত প্রাঙ্গণে দণ্ডপ্রাপ্ত বিপ্লব দাসের বাবা ও বোনের আহাজারি, ছবি: সারাবাংলা

ঢাকা: ‘তোর ১৪ গোষ্ঠীর মধ্যে কেউ পড়ালেখা করেনি। সবাই জাল বাইছে। তোর কী দরকার ছিল লেখাপড়া করার। লেখা পড়া না করলে তো এ অবস্থা হত না।’ মঙ্গলবার (১৯ জুলাই) জেকেজি হেলথ কেয়ারের করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় দেওয়া রায়ের পর দণ্ডপ্রাপ্ত বিপ্লব দাসের বোন লিপি রানী আহাজারি করে এসব কথা বলেন।

করোনার নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় জেকেজি হেলথ কেয়ারের শীর্ষ কর্মকর্তা ডা. সাবরিনা চৌধুরী ও তার স্বামী আরিফুল হক চৌধুরীসহ আট আসামিকে ১১ বছর করে কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত আট আসামির উপস্থিতে এই রায় দেন।

বিজ্ঞাপন

রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গনে দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে লিপি রানী দাস বলেন, ‘কোনোদিন ঢাকা আসিনি। রাতে ঢাকায় আসি। সকালে আদালতে আসছি। এখন শুনলাম তোর সাজা হয়েছে। এই জন্য কি তোরে লেখাপড়া করায়েছি। কি জন্য তুই লেখাপড়া করতে ঢাকায় আসলি। তোর ১৪ গোষ্ঠীর মধ্যে কেউ পড়ালেখা করেনি। সবাই জাল বাইছে। তোর কী দরকার ছিল লেখাপড়া করার। লেখা পড়া না করলে তো এ অবস্থা হত না।’

বিপ্লব দাসের বাবা রণজিৎ দাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমরা মুর্খ মানুষ। গরীব মানুষ। থাকা-খাওয়ার জায়গার দেবে, এজন্য বিপ্লব ঢাকায় আসে। ৯ দিন কাজ করছে। সন্দেহজনকভাবে ওকে ধরে আনে। আমাদের বংশে কারও নামে কোনো মামলা নাই। ছেলেকে ঢাকায় না পাঠালে হয়তো এই পরিস্থিতিতে পড়তে হত না।’

সারাবাংলা/এআই/এনএস

আরিফুল হক চৌধুরী জেকেজি হেলথ কেয়ার টপ নিউজ ডা. সাবরিনা চৌধুরী বিপ্লব দাস

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে রুখে দিল নিউক্যাসেল
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৮

সম্পর্কিত খবর