লাগাতার আন্দোলনে ইবি কর্মকর্তারা
১৯ জুলাই ২০২২ ২০:১৩
ইবি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দফা দাবিতে লাগাতার কর্মবিরতি দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মকর্তারা। মঙ্গলবার (১৯ জুলাই) ইবি কর্মকর্তা সমিতির উদ্যোগে প্রশাসন ভবনের করিডরে তারা এ কর্মসূচি পালন করেন।
এ সময় দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন চালানোর হুঁশিয়ারি দেন। এর আগে, গত ফেব্রুয়ারিতে টানা ১১ দিন কর্মবিরতি করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। পরে উপাচার্যের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা। তবে আশ্বাস পূরণ না হওয়ায় আবারও কর্মবিরতি শুরু করেছেন কর্মকর্তারা।
ইবি কর্মকার্তাদের দাবিগুলো হলো— চাকরির বয়সসীমা ৬০ বছর থেকে ৬২ বছরে উন্নীত করা। কর্মঘণ্টা সকাল ৯টা থেকে বিকেল ৪টার পরিবর্তে ৮টা থেকে ২টা পর্যন্ত নির্ধারণ। সহকারী রেজিস্ট্রার ও সমমানের পদে প্রারম্ভিক বেতন ৩৫ হাজার ৫০০ ও উপরেজিস্ট্রার ও সমমান পদে ৫০ হাজার টাকা নির্ধারণ করা।
কর্মকর্তা সমিতির সভাপতি এটিএম এমদাদুল আলম বলেন, ‘আমরা দীর্ঘদিন থেকে এই দাবিগুলো জানিয়ে আসছি। তবে শিক্ষার্থী সংশ্লিষ্ট ও জরুরি বিষয়গুলো কর্মবিরতির বাইরে রেখেছি আমরা।’
সারাবাংলা/এনএস