সিলেটে ১২৬টি পরিবার পাচ্ছে সরকারি ঘর
১৯ জুলাই ২০২২ ২১:৩১
সিলেট: মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয় ধাপের তৃতীয় পর্যায়ে সিলেট জেলায় ভূমিহীন ও গৃহহীন ১২৬টি পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের ঘর। আগামী বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০টায় ভার্চুয়াল এসব ঘরের চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মো. মজিবর রহমান।
তিনি জানান, গৃহ ও ভূমিহীনদের আশ্রয়ণের লক্ষ্যে সিলেট জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ১৩টি উপজেলায় দ্বিতীয় ধাপের ৩য় পর্যায়ে মোট ১২৬টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তরের জন্য প্রস্তুত করা হয়েছে।
ডিসি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ছিল দেশের ভূমিহীন ও গৃহহীন মানুষের ঘর উপহার দেওয়া। তাই অংশ হিসেবে এই ধাপে সিলেট সদরে ২৬টি, গোয়াইনঘাট উপজেলায় ৪০টি, কোম্পানীগঞ্জে ১৫টি, ফেঞ্চুগঞ্জ ২৯টি ও জৈন্তাপুর উপজেলায় ১৬টি ঘর হস্তান্তর করা হবে।
সারাবাংলা/এনএস