Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ বছরেই শেষ হবে প্রাথমিকের শিক্ষক নিয়োগ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২২ ২১:২৬

ঢাকা: আগামী মাসের মধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সিংহভাগ কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বছরের বাকি সময়ের মধ্যে ৪০ হাজার সহকারী শিক্ষককে নিয়োগ দেওয়া হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষক নিয়োগের জন্য বর্তমানে তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা চলছে। মৌখিক পরীক্ষা আগস্ট মাসের মধ্যে শেষ হবে। পরীক্ষায় উত্তীর্ণরা অক্টোবর থেকে পর্যায়ক্রমে কর্মস্থলে যোগদান করবে।

এর আগে, এসব শিক্ষক নিয়োগে ২০২০ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে দুই বছর পর নিয়োগ পরীক্ষা শুরু করা হয়। তিন ধাপে দেশের ৬১টি জেলায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য দ্বিতীয় ও তৃতীয় ধাপের পরীক্ষা চলছে। চেষ্টা করছি পরীক্ষার পুরো প্রক্রিয়াটি আগস্টের মধ্যে শেষ করে ফেলতে।

তিনি বলেন, যাচাই বাছাই শেষে অক্টোবর থেকে যদি পর্যায়ক্রমে নতুন শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া যায় তবে সেটা বেশ ভালো হবে।

প্রসঙ্গত, রাজস্ব খাতভুক্ত ৪০ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটিতে ফলাফল তৈরিতে কারিগরি সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

সারাবাংলা/টিএস/একেএম

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর