Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আফ্রিকায় ১৩০ কোটি ডলারের বাজার ধরা সম্ভব’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২২ ২১:৫৯

ঢাকা: ইসোয়াতিনিতে (সাবেক সোয়াজিল্যান্ড) ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে আফ্রিকার ১৩০ কোটি ডলারের বাজারে বাংলাদেশ নিজের অবস্থান তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী সিনেটর মানকোবা খুমালু। ইসোয়াতিনির সঙ্গে ব্যবসায়ীক সম্পর্ক দৃঢ় করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৯ ‍জুলাই) ঢাকায় সফররত ইসোয়াতিনির প্রতিনিধিদলের সঙ্গে এফবিসিসিআই’র মতবিনিময় সভায় এই মন্তব্য করেন সিনেটর মানকোবা খুমালু।

বিজ্ঞাপন

এ বিষয়ে সিনেটর মানকোবা খুমালু বলেন, ‘ভৌগলিক অবস্থানের কারণে আফ্রিকা মহাদেশের গেটওয়ে হিসেবে কাজ করতে পারে তার দেশ। সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি (এসএডিসি) ও সাউদার্ন আফ্রিকান কাস্টমস ইউনিয়নের (এসএসিইউ) সদস্য ইসোয়াতিনি। তাই আয়তনে ও জনসংখ্যার দিক দিয়ে ছোট হলেও দেশটিতে ব্যবসা স্থাপন করার মাধ্যমে আফ্রিকার বিভিন্ন অর্থনৈতিক ব্লকের বাজার ধরা সম্ভব।’

বিনিয়োগের ক্ষেত্রে কর ও শুল্কছাড়সহ নানা সুযোগ সুবিধার কথা উল্লেখ করে মানকোবা খুমালু জানান, ইসোয়াতিনি অনেক পণ্য আমদানি করে, যেগুলোর বেশিরভাগ আসে চীন ও ভারত থেকে। কিন্তু তার দেশ বাংলাদেশকে তাদের অন্যতম একটি বাণিজ্য অংশীদার হিসেবে দেখতে আগ্রহী। বিশেষ করে তৈরি পোশাক, কৃষিজাত পণ্য, তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স পণ্য আমদানি করতে চায়। বাংলাদেশের এসব পণ্য রফতানির জন্য ইসোয়াতিনি একটি সম্ভবনাময় বাজার।

দুই দেশের যৌথ অংশীদারীত্বের মাধ্যমেও দ্বিপাক্ষিক বিনিয়োগ সম্পর্ক জোরদারের ব্যাপারে উৎসাহী আফ্রিকার দেশটি। সিনেটর মানকোবা খুমালু বলেন, ওষুধ শিল্প, বায়ো-টেক, কনট্রাক্ট ফার্মিং ও আইসিটি খাতে ইসোয়াতিনির পুঁজি ও বাংলাদেশের প্রযুক্তি ও অভিজ্ঞতা যৌথভাবে কাজে লাগানো যেতে পারে।

বিজ্ঞাপন

এর আগে এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, বাংলাদেশ ও ইসোয়াতিনির মধ্যে ব্যবসা বাণিজ্য প্রসারে এফবিসিসিআই ও আফ্রিকার দেশটির শীর্ষ ব্যবসায়ীক সংগঠনের মধ্যে সমঝোতা চুক্তি সই হতে পারে। মালয়েশিয়া থেকে ইসোয়াতিনির ভিসা নিতে হয় উল্লেখ করে দেশটিতে বাংলাদেশে হাইকমিশন স্থাপনের আহ্বান জানান ভারপ্রাপ্ত সভাপতি। একইসঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়নে ভবিষ্যতে প্রতিনিধিদলের আদান-প্রদান, ওয়েবিনার, বিটুবি বৈঠক আয়োজন করা যেতে পারে বলে মত দেন মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে এফবিসিসিআই’র পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন সহ-সভাপতি মো. আমীন হেলালী। এর আগে বৈঠকে ইসোয়াতিনিতে বাংলাদেশের ইলেকট্রনিক পণ্যের সংযোজন সম্ভাবনা, পারস্পরিক পর্যটন উন্নয়ন সহযোগীতা বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইসোয়াতিনির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি সেবিলি আমান্ডা এনহ্লাবাটসি, এমএসএমই’র পরিচালক এমলুলেকি সাখিলে দ্লামিনি, ইসোয়াতিনি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সিনিয়র নির্বাহী ব্যবস্থাপক ড. খানইসিয়ি দলামিনি, দেশটির বাংলাদেশ বিজনেস কমিউনিটির প্রতিনিধি মোহাম্মেদ আশরাফুল আলম চৌধুরী, বদরুজ্জামান চৌধুরী ও বদরুল আলম চৌধুরী।

এছাড়াও ফবিসিসিআই’র পরিচালক এম জি আর নাসির মজুমদার, হাফেজ হারুন, মো. আসলাম সেরনিয়াবাত, মো. নাসের, আবু হোসেন ভুঁইয়া (রানু), মোহাম্মদ আলী খোকন, উপদেষ্টা মঞ্জুর আহমেদ ও ব্রিগে. জেনারেল (অব) আবু নাঈম মো. শহীদুল্লাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন এফবিসিসিআই’র মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক।

সারাবাংলা/ইএইচটি/এনএস

আফ্রিকা ইসোয়াতিনি সোয়াজিল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর