Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমিকার ‘আত্মহত্যা’র ২ দিন পর প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২২ ০৯:১৫ | আপডেট: ২০ জুলাই ২০২২ ১২:০১

গাজীপুর: গাজীপুরের পূবাইলে প্রেমিকার ‘আত্মহত্যা’র দুই দিন পর প্রেমিক ফাহিম হোসেন শান্তর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ জুলাই) ভোর ৫টায় পূবাইল থানাধীন হারবাইদ এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

ফাহিম হোসেন শান্ত গাজীপুর জেলার পূবাইল থানাধীন হারবাইদ গ্রামের খলিলুর রহমানের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই এলাকার আমিনুল ইসলাম বুলবুলের মেয়ে তাসমিম তাহসিন আলিফের সঙ্গে খলিলুর রহমানের ছেলে শান্তর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত সোমবার (১৮ জুলাই) তাদের মাঝে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কলেজছাত্রী তাসমিম তাহসিন আলিফ গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেন। পরে প্রেমিকা আলিফের আত্মহত্যার সংবাদটি প্রেমিক শান্ত ফোন দিয়ে তার পরিবারের সদস্যদের জানায়। পরে পরিবারের সদস্যরা অনেকক্ষণ ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখে আলিফের ঝুলন্ত লাশ উদ্ধার করে। সেই সূত্র ধরেই বুধবার (২০ জুলাই) প্রেমিক শান্ত আত্মহত্যা করেছেন বলে ধারণা এলাকাবাসীর।

বিজ্ঞাপন

আরও পড়ুন: গাজীপুরে গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

পরিবারের সদস্যরা জানান, আলিফের মৃত্যুর পর থেকেই শান্ত অন্যরকম হয়ে যায়। তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। ভোরে নামাজ পড়ার সুযোগে শান্ত বাড়ির দক্ষিণ পাশে পেয়ারা গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পূবাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশটি শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এএম

আত্মহত্যা গাজীপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর