Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাপপ্রবাহে স্বস্তি এনেছে সকালের বৃষ্টি

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২২ ১১:৫১

ঢাকা: টানা সপ্তাহ জুড়ে রৌদ্র রাঙানো চোখে অবশেষে জল এসেছে। সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। এই বৃষ্টি দেশের আট বিভাগেই কম বেশি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে আজো বৃষ্টির দেখা পাবে না পাঁচ জেলার মানুষ।

বুধবার (২০ জুলাই) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আট বিভাগ অর্থাৎ রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমে যেতে পারে।

বিজ্ঞাপন

এদিকে এই বৃষ্টিপাতের মধ্যেই দেশের চার জেলা রাজশাহী, পাবনা, রংপুর, নীলফামারীর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ম সন্দীপে ২৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিপাত শুরু হলেও এদিন ঢাকার তাপমাত্রা আরও এক ডিগ্রি বেড়ে ৩৪ ডিগ্রিতে পৌঁছাতে পারে। যেখানে মঙ্গলবার তাপমাত্রা ছিলো ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

সারবাংলা/জেআর/এএম

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

১০৬ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ
২১ অক্টোবর ২০২৪ ১৩:২৮

সম্পর্কিত খবর