Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্তু লারমাকে পাহাড়ে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২২ ১৩:১১

রাঙামাটি: সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (পিসিজেএসএস) ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে পাহাড়ের দুটি নারী সংগঠন। বুধবার সকাল সাড়ে ১০টায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সামনের সড়কে মানববন্ধন করে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।

এ সময় মানববন্ধন থেকে পাহাড়ে খুনোখুনির ঘটনায় সন্তু লারমার জেএসএসকে দায়ী করে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের এই দুইটি সহযোগী সংগঠন।

বিজ্ঞাপন

মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেছেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা। তিনি বলেন, পাহাড়ে এত ভূমি বেদখল হচ্ছে, মা-বোন ধর্ষণের শিকার হচ্ছে, লাঞ্ছিত অত্যাচারিত অপমাণিত হচ্ছে। এত নির্যাতন চলছে। তারপরও আপনি (সন্তু লারমা) এর বিরুদ্ধে টু শব্দটি পর্যন্ত না করে কেন ভ্রাতৃঘাতি সংঘাত জিইয়ে রেখেছেন? আমরা তার উত্তর চাইতে এসেছি।

নীতি বলেন, গত ২৪ বছরে ইউপিডিএফের ৩৩৫ জন নেতাকর্মী ও সমর্থককে হত্যা করা হয়েছে। এর মধ্যে কেবল জেএসএসের হাতে খুন হয়েছেন ২৬২ জন।

জেএসএস-ইউপিডিএফ সমঝোতা প্রসঙ্গে বলেন, আপনি (সন্তু লারমা) বিভিন্ন সময় ইউপিডিএফের সঙ্গে সমঝোতা চুক্তি করেছেন। কিন্তু কথা দিয়ে কথা রাখেননি, সমঝোতা লঙ্ঘন করেছেন। যখন আপনি দুর্বল হয়ে পড়েন তখন ইউপিডিএফের সঙ্গে সমঝোতা করেন। আর যখন নতুন করে শক্তি সঞ্চয় করেন, তখন সেই সমঝোতা লঙ্ঘন করেন। ২০০০ সালের ফেব্রুয়ারিতে খাগড়াছড়ির হারাগুহিয়ায় সমঝোতা হয়েছে, তা লঙ্ঘন করেছেন। ২০০৬ সালে চট্টগ্রামে সমঝোতা হয়েছে, তাও লঙ্ঘন করেছেন। সর্বশেষ ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সমঝোতা হয়েছে, তাও এখন লঙ্ঘন করে চলেছেন।

বিজ্ঞাপন

এ সময় অবিলম্বে পাহাড়ে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধে জেএসএস সভাপতিকে আহ্বান জানানো হয়েছে মানববন্ধনে দুইটি নারী সংগঠনের শ’খানেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান হলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। যে কারণে জনসংহতি সমিতির সভাপতি সরকারি কার্যালয়ের সামনে মানববন্ধন করে অবস্থান নেয় ইউপিডিএফের দুই সহযোগী সংগঠন।

সারাবাংলা/এএম

টপ নিউজ সন্তু লারমা

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর