Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারের সিগারেট মজুত, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২২ ১৪:৩৪

কক্সবাজার: উখিয়ার কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মজুত করা ১ হাজার ৪৪৬ কার্টুন মিয়ানমারের সিগারেটসহ একজনকে আটক করেছে র‌্যাব-১৫। এ সময় পালিয়ে যায় সিন্ডিকেটের আরেক সদস্য।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উখিয়ার পূর্বপাড়া স্বর্ণা পাহাড়ের প্রবাল বড়ুয়ার বাড়িতে এ অভিযান চালায়। এ সময় মিয়ানমারের সিগারেটের কার্টুনসহ আটক হয় নাসির উদ্দিন (২৮) নামে এক যুবক। তিনি ওই এলাকার কালাচানের ছেলে। পালিয়ে যাওয়া সিন্ডিকেট সদস্য হলেন, ওই এলাকার উননদর্শী বড়ুয়ার ছেলে প্রবাল বড়ুয়া। তার ঘর থেকেই এসব অবৈধ সিগারেটের কার্টুন জব্দ করা হয়।

বিজ্ঞাপন

র‌্যাব-১৫ এর অধিনায়ক (সহকারী পুলিশ সুপার) বিল্লাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিকে অভিযান চালানো হয়। মূলত চক্রটি অবৈধভাবে শুল্প ফাঁকি দিয়ে মিয়ানমারের সিগারেট মজুত করছিল বিক্রির জন্য। অভিযানের সময় নাসির উদ্দিন নামে একজনকে আটক করা হলেও পালিয়ে তার সহযোগী প্রবাল বড়ুয়া। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সারাবাংলা/এএম

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর