কক্সবাজার: জেলার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ইউসা আবদুল্লাহ (১৬) নামের এক পর্যটক নিখোঁজ। চলছে উদ্ধার কাজ। সে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী।
বুধবার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ইনানি সি পার্ল পয়েন্টে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে হারিয়ে যায় এই শিক্ষার্থী। তিনি আত্মীয়-স্বজনসহ হোটেল সি পার্লের গেস্ট ছিল। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।
নিখোঁজ শিক্ষার্থী ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী। তিনি সামরিক বাহিনীর ডাক্তার কর্নেল শহীদুল হাসানের ছেলে। তার বাসা ঢাকার মহাখালীর ডিওএইচএস’র বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ‘বুধবার ১১টার দিকে তারা চারজন অভিভাবকদের না জানিয়ে সমুদ্রে গোসলে যায়। ঢেউয়ের মধ্যে চারজন গোসলে নামে। পরে তিনজন উপরে উঠতে পারলেও ছেলেটি ঢেউয়ের সঙ্গে ডুবে যায়। তাকে উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে।’