ভৈরবে ২৩টি পরিবার পাবেন জমিসহ ঘর
২০ জুলাই ২০২২ ১৭:৩৪
ভৈরব (কিশোরগঞ্জ): মুজিববর্ষ উপলক্ষে জেলার ভৈরব উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের জমিসহ ঘর হস্তান্তর করা হবে। আগামীকাল বৃহস্পতিবার (২১ জুলাই) উপজেলার সাদেকপুরের মেন্দিপুর ও মৌটুপিরে ২৩টি পরিবারকে উপহার হিসেবে এ ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী।
বুধবার (২০ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভৈরবে ২য় ধাপের ৩য় পর্যায়ে ২৩টি পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের জমির দলিল ও ঘর।
দুই কক্ষ বিশিষ্ট ঘরের বারান্দা, কিচেন রুম ও বাথ রুমসহ ঘরটি নির্মাণে ২ লাখ ৬০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। আগামী নভেম্বরের মধ্যে ভৈরব ভূমিহীন ও গৃহহীন মুক্ত হবে বলে উল্লেখ করেন মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, সিনিয়র মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান সুজন ও পৌর আওয়ামীলীগ সভাপতি এস.এম বাকি বিল্লাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।