Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রনির আবেগ বাস্তবায়ন করা এখন সম্ভব নয়— রেলের মহাপরিচালক

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২২ ১৯:৪১

ঢাকা: বাংলাদেশ রেলওয়ের বিরুদ্ধে অনিয়ম, অব্যবস্থাপনার অভিযোগ নতুন নয়। এবার এই অব্যবস্থাপনার বিরুদ্ধে আঙুল তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। টানা ১৩ দিন ধরে অনশন কর্মসূচি পালন করেছেন ঢাবি শিক্ষার্থী মহিউদ্দিন রনি। এই অব্যবস্থাপনা দূর করতে রেলওয়ের কাছেও আবেদন জানিয়েছেন তিনি। এমনকি অভিযোগ করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরেও।

তবে সারাবাংলার সঙ্গে একান্ত কথোপকথনে রনির এই অবস্থানকে আবেগ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার। তিনি বলেন, ওই শিক্ষার্থী রেলকে ভালোবেসে তার ইমোশন প্রকাশ করেছেন। আমি তার এই ইমোশনকে রেসপেক্ট করি। কিন্তু তার আবেগ বাস্তবায়ন করা তো আমাদের পক্ষে এখন সম্ভব নয়।

ধীরেন্দ্র নাথ মজুমদার বলেন, ‘ওই শিক্ষার্থী দাবি জানিয়েছেন ট্রেন বাড়াতে হবে, লাইন বাড়াতে হবে। এটা এত সোজা? সে একজন শিক্ষার্থী। তার এ বিষয়ে এত জ্ঞান নেই। সে তার ইমোশন প্রকাশ করেছে। সে রেলকে ভালবাসে। কিন্তু ভালোবাসলেই তো হবে না।’

তিনি বলেন, ‘সব মা-বাবাই চায় তার ছেলে একটা কিছু হবে। কিন্তু সবাই তো হতে পারে না। ওই ছেলের আবেগকে আমি রেসপেক্ট করি। কিন্তু সেই আবেগ বাস্তবায়ন করা তো এখন সম্ভব নয়। সে সক্ষমতা নেই আমাদের।’ তিনি আরও বলেন, ‘সব জায়গায় যদি ডাবল লাইন করে ফেলি, তখন যে পরিমাণ ট্রেন চলবে, সে পরিমান যাত্রী আমাদের আছে?’

এবারের ইদযাত্রা নিয়েও সারাবাংলার এই প্রতিবেদকের সঙ্গে কথা বলেন রেলের মহাপরিচালক। তিনি বলেন, ‘ধরুন, আমার আসন সংখ্যা ৮০ টি, সেখানে ১০০টি টিকিট দিতে পারি। অতিরিক্ত হলে আরও ২০টি বাড়িয়ে ১২০ করা যায়। কিন্তু ৪০০ মানুষ টিকিট চাইলে সে সক্ষমতা তো আমাদের নেই। এবার ইদের ছুটি একবারে হওয়ায় ট্রেনের ওপর চাপ পড়েছে সবচেয়ে বেশি। যা সামাল দিতে হিমশিম খেতে হয়েছে বাংলাদেশ রেলওয়েকে।’

তিনি আরও বলেন, ‘ইদকে কেন্দ্র করে আমরা অতিরিক্ত নিরাপত্তা বাহিনী নিয়োগ করি। তাতে আমাদের টাকা যায়। ইদে যে পরিমাণ ভাড়া হয় তাতে সারা বছরের ব্যালেন্স হয় না।’ ইদযাত্রায় অতিরিক্ত যাত্রী ও যাত্রীদের ভোগান্তি ঠেকাতে নিরাপত্তা বাহিনীর ভূমিকা উল্লেখ করতে গিয়ে উদাহরণ হিসেবে বলেন, ‘শ্রীলঙ্কায় পুলিশ বাধা দিয়েছে। কিন্তু পারছে ঠেকাতে?’

টিকিট কালোবাজারি ঠেকানোর পাশাপাশি যাত্রীসেবা সহজ করতে বাংলাদেশ রেলওয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি। কিন্তু এবার কোরবানির ইদের সময় এসব পদক্ষেপ যথাযথভাবে পালনে এক রকম ব্যর্থ হয়েছে রেলওয়ে। যাত্রীদের চাপে লাইন থেকে বগি ছিটকে পড়ার ঘটনাও ঘটেছে কয়েকবার। ছিল বড়ধরনের শিডিউল বিপর্যয়। আবার টিকিট কেটেও অনেক যাত্রী যেমন ট্রেনে উঠতে পারেননি, তেমনি নিয়ম মেনে টিকিট কাটতে গিয়েও টিকিট পাননি হাজারো যাত্রী। এদের মধ্যে ওই শিক্ষার্থী রনিও একজন।

ঢাবি শিক্ষার্থী মহিউদ্দিন রনি টিকিট কিনতে গিয়ে হয়রানির শিকার হওয়ার পর গত ৭ জুলাই থেকে তিনি ছয় দফা দাবিতে কমলাপুর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে অনশন শুরু করেন। ইতোমধ্যে তার অবস্থানের কারণ জানতে চেয়েছেন হাইকোর্ট। বুধবার (২০ জুলাই) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ রাষ্ট্রপক্ষের আইনজীবীকে রনির বিষয়ে তথ্য জানানোর জন্য বলেন আদালত।

এদিকে, রনির অভিযোগের ভিত্তিতে রেলের টিকিট বিক্রিতে অনিয়মের সঙ্গে সহজ ডটকমের জড়িত থাকার প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে। যার একটি অংশ অর্থ্যাৎ ৫০ হাজার টাকা পাবেন রনি।

উল্লেখ্য, এর আগে গত এপ্রিলে ঢাবির এই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের আধুনিকায়নের দাবিতে অনশন করেন।

সারাবাংলা/জেআর/পিটিএম

টপ নিউজ ধীরেন্দ্র নাথ মজুমদার মহিউদ্দিন রনি রেলের মহাপরিচালক


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর