কুয়াকাটা (পটুয়াখালী): বাংলাদেশের জলসীমানায় প্রবেশ করে অবৈধভাবে মাছ শিকারের দায়ে ভারতীয় ১৬ জেলেসহ ১টি মাছধরা ট্রলার আটক করেছে নৌ বাহিনী।
গতকাল বুধবার (২০ জুলাই) সন্ধ্যায় তাদের ট্রলারসহ পায়রা বন্দর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে, গত মঙ্গলবার (১৯ জুলাই) রাত ১২টায় পটুয়াখালীর পায়রা বন্দরের ফেয়ার বয়া হতে ৩৫ নটিক্যাল মাইল দক্ষিণ অংশের গভীর সমুদ্র থেকে তাদের আটক করে নৌ বাহিনীর সদস্যরা।
আটককৃত জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা ও পশ্চিম বঙ্গ প্রদেশে। মংলা জোনের বানৌজা গোমতী জাহাজের অধিনায়ক কমান্ডার আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত মঙ্গলবার রাতে তাদের জাহাজ নিয়ে গভীর সমুদ্রে টহল দিচ্ছিল। এ সময় বাংলাদেশের জলসীমানায় অনুপ্রবেশ করে মাছ শিকার করায় ওই ট্রলারসহ তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়।
এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন বানৌজা গোমতী জাহাজের অধিনায়ক কমান্ডার আরিফ হোসেন।