Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২২ ১৬:০২

বরিশাল: বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১২ জন। হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে উপজেলার সোনারবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- আব্দুর রহমান, নুরুল আমিন, রুহুল আমীন, মো. হাসান ও শহিদুল ইসলাম। এরা সবাই গাজীপুরের কোনাবাড়ি থেকে কুয়াকাটা যাচ্ছিলেন।

বিজ্ঞাপন

উজিরপুর থানার পরিদর্শক মো. মোমিন উদ্দিন জানান, ঢাকার গাজীপুর থেকে ১৫ জনের মতো যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস বরিশাল যাচ্ছিল। দুপুর সোয়া ১২টার দিকে উজিরপুরের নতুন শিকারপুরে পৌঁছলে মাইক্রোবাসের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মোল্লা পরিবহনের একটি বাসের সঙ্গে ওই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের এক যাত্রী নিহত হয়।

তিনি জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাইক্রোবাসের আরও তিন যাত্রীকে মৃত ঘোষণা করেন। আহত ১২ জনকে প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে গুরুতর আহত শহিদুল ইসলাম নামে আরেকজনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও হাইওয়ে থানা এবং উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। হাইওয়ে থানা পুলিশ মোল্লা পরিবহনের ঘাতক বাসটি আটক করেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

নিহত ৫ বরিশাল বাস-মাইক্রোবাস সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর